Tabijer Kitab
হেরজে সোলায়মানী তাবিজের কিতাব pdf download - কবিরাজি pdf বই
- বইয়ের নামঃ হেরজে সোলায়মানী তাবিজের কিতাব
- আরবীর বাংলা উচ্চারণ সহ
- লেখকঃ মাওলানা আশরাফ আলী লৌখনবী
- বইয়ের পৃষ্টাঃ ২৪৫
- বইয়ের সাইজঃ ৫১ এমবি
- বইয়ের ধরণঃ তাবিজের কিতাব pdf google drive link
বই ডাউনলোড করার নিয়মঃ
বইটিতে পাসওয়ার্ড দেওয়া আছে । পাসওয়ার্ড নিতে চাইলে নিচের এডে একটি ক্লিক করে এই পোষ্ট বন্ধুদের কাছে সেয়ার করবেন । তারপর আমাকে প্রমাণ দিবেন আমি সাথে সাথে পাসওয়ার্ড দিয়ে দিবো ।
যোগাযোগ করুনঃ whatsapp no: +8801828370914
👇👇বই ডাউনলোড লিঙ্ক এড একটা ক্লিক করুন 👇👇
হেরযে সোলেমানী তাবিজের কিতাব pdf বই ডাউনলোড। যখন তাবীজ লেখবার ইচ্ছা করবে তখন গোসল অথবা অজু করে নিবে। তারপর সুগন্ধি ব্যবহার করবে। কিছু আদর গোলাপ নিকটে রাখবে। মাঝখানে কথা বলবে না। নাপাক মহিলা যেন তার নিকট না আসে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তাবীজের প্রথমে যা বিসমিল্লাহ সংখ্যা অবশ্যই লেখবে।
যদি ভালবাসা ও অপরকে বাধ্য করার তাবীজ লেখে হলে কোন মিষ্টি বস্তু মুখের ভেতর রাখবে। হারাম মহব্বতের জন্য কখনও তাবীজ লিখবে না। যখন হালাল মহব্বতের জন্য তাবীজ লেখবে তখন মাতলুবের বাড়ির দিকে মুখ ফিরিয়ে বসবে এবং মাতলুব সম্বন্ধে এমন ধারণা ও কল্পনা করবে যেন সামনে দন্ডায়মান আছে।
যদি শত্রুতার নকশা লিখতে হয় তা হলে তিক্ত বস্তু মুখে রাখবে। আর যদি জবানবন্দরি জন্য তাবীজ লেখতে হয় তা হলে সামান্য মোম দাতেঁর মধ্যে চেপে রাখবে এবং চন্দ্রমাসের শেষ ভাগে লেখবে। আর দি কারো নিদ্রা বন্ধ করার বা তরবারী বন্দী করার জন্য লেখতে হয় তা হলে কালি দ্বারা লেখবে। আর কোন কোন বুজর্গ বলেছেন যার জন্য তাবীজ লেখবে সেই ব্যক্তির শরীরের বর্ণের দিকে দেখবে।
👇👇বই ডাউনলোড লিঙ্ক এড একটা ক্লিক করুন 👇👇
যদি তার রং লাল হয় তা হলে লাল বর্ণের কালি দ্বারা লেখবে। যদি হলুদ বর্ণ হয় তা হলে জাফরান দ্বারা তাবীজ লেখবে। আর যদি সাদা বর্ণ হয় তা হলে কুর্ফুর অথবা চুনা দ্বারা লেখবে। আর যদি কালো বর্ণের হয় তা হলে কালো কালি দ্বারা লেখবে। হেদায়া কিতাবের হাশিয়া ফতহুল কাদীর নামক কিতাবের মধ্যে লেখেছে যদি কারো সঙ্গে তাবীজ থাকে।
এবং ইহা ঠোলের মধ্যে আছে তা হলে ঐ তাবীজ নিয়ে পায়খানা প্রশ্রাব করার মধ্যে কোন দোষ নেই। তারপরও উহা খুলে যাওয়া ভাল। এতে বুঝা গেল যদি আংটির মধ্যে কোন দোয়া অথবা আয়াত লেখে থাকে এবং সে আংটি মোম অথবা কাপড় দিয়ে পেচানো থাকে ঐ হুকুম হবে যা ঠোলের ভেতরে তাবীজের ব্যাপারে দেওয়া হয়েছে।
👇👇বই ডাউনলোড লিঙ্ক এড একটা ক্লিক করুন 👇👇
অধিকাংশ নির্ভরযোগ্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, যেই তাবীজের মধ্যে আল্লাহ তাআলার নাম নেই সেই তাবীজ লেখা এবং আমল করা জায়েজ নেই। যদি কোন মন্ত্র হাদীস দ্বারা ছাবেত আছে। কিন্তু এর অর্থ বুঝে আসে না তা হলে ঐ রূপ মন্ত্র পাঠ করলে কোন ক্ষতি নেই। অন্যথায় ঈমান নষ্ট হওয়ার আশংকা আছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ