ড. তাহের আল কাদেরী
আত্মার বিপর্যয় ও তার প্রতিকার pdf download
- বইয়ের নামঃ আত্মার বিপর্যয় ও তার প্রতিকার
- লেখকঃ ডঃ তাহের আল-কাদেরী
- সনজরী পাবলিকেশন
- প্রথম প্রকাশঃ ২০০৯
- বইয়ের পৃষ্ঠাঃ ১১২
- বইয়ের ধরনঃ pdf download drive link
- বইয়ের সাইজঃ ৬.৬৬ MB
আত্মার বিপর্যয় ও তার প্রতিকার - ডঃ তাহের আল-কাদেরী পিডিএফ বই বিনামূল্যে ডাউনলোড করুন বা অনলাইনে পড়ুন। ডঃ তাহের আল-কাদেরীর বিভাগ থেকে আত্মার বিপর্যয় ও তার প্রতিকার বাংলা বই। একটুখানি চাওয়া পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) ফাইলের আকার ৬.৬৬ এমবি। আপনি যদি অনলাইন আত্মার বিপর্যয় ও তার প্রতিকার pdf download করতে চান তবে অনুগ্রহ করে ডাউনলোড বাটমে ক্লিক করুন এবং সাথে সাথে বই ডাউনলোড শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ।
ডঃ তাহের আল-কাদেরী পরিচয়
বর্তমান যুগের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শাইখুল ইসলাম , মুহাম্মদ তাহের আলকাদেরী পাকিস্তানের জং শহরে ১৯৫১ সালে জন্ম গ্রহণ করেন। তিনি পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে এমএ পরীক্ষায় প্রথম স্থানে পাস করে নতুন এক ব্রেক ছাপিন করেছেন। তিনি এই সুবাদে গােভ মেডেল অর্জন করেন। উল্লেখযােগ্য মাথার পেয়ে তিনি একই ইউনিভার্সিটি থেকে এলএলবি পাস করেন। ১৯৮৬ সালে পাঞ্জাব ইউনিভার্সিটি তাঁকে ইসলামে শান্তি ও এর প্রকার ও দর্শন’ শীর্ষক বিষয়ের ওপর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
তিনি মুসলিম বিশ্বের মহান হানী ব্যক্তিত্ব, ওলীদের আদর্শ পুরুষ সাইয়িদুনা তাহের আলাউদ্দীন আল-কাদেরী আল-বাগদাদী (রহ) এর হাতে বাইয়াত গ্রহণ করেছেন। তাঁর কাছ থেকে তরীকত ও তাসাউফ-এর দীক্ষা ও ফাহ্ অর্জন করেছেন। হযরতের শ্রদ্ধেয় শিক্ষকগণের মধ্যে রয়েছেন স্বয়ং তার পিতা ই, ফুলুনি কাদেরী, মাওলানা আবদুর রশীপ রেজভী, মাওলানা জিয়াউদ্দীন মাদানী মাওলানা আহমদ সাঈদ কাজেমী, ত, বােরহান আহমদ ফারুকী এবং শাইখ মুহাম্মদ ইবনে আলুনী আল-মালের আল-মক্কী রহ এর মতাে প্রখ্যাত আলেমগণ।
তিনি পাঞ্জাব ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরাে পাকিস্তানব্যাপী “উপস্থিত বক্তৃতা প্রতিযােগিতায় প্রথম হয়ে কায়েদে আজম গােল্ড মেডেল" অর্জন করেছেন। এ ছাড়াও তিনি অর্জন করেছেন আরাে অনেকগুলি পােন্ড মাজেল। তিনি পাঞ্জাব ইউনিভার্সিটির এল.এল.বি বিভাগের শিক্ষক ছিলেন। এ ছাড়াও পাঞ্জাব ইউনিভার্সিটির সেন্ট,সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সলস্য নির্বাচিত হন। তিনি একই সঙ্গে পাকিস্তান শরয়ী আদালতের ফিকহ উপদেষ্টা,পাকিস্তান সুপ্রিম কোর্টের উপদেষ্টা,ইসলামি পাঠ্যক্রম জাতীয় কমিটির দক্ষ সদস্য,আ'লা তাহরীক মিনহাজুল কুরআনের প্রতিষ্ঠাতা-পরিচালক,পাকিস্তান আওয়ামী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও প্রধান সভাপতি, আন্তর্জাতিক ইসলামি সম্মলনের সহসভাপতি,আন্তর্জাতিক ইসলামি একতা সংঘের সেক্রেটারী জেনারেল পাকিস্তান জাতীয় সংসদের সাবেক সদস্য এবং উনিশটি রাজনৈতিক ও ধর্মীয় দলবিশিষ্ট সংগঠন ‘পাকিস্তান আওয়ামী ইত্তেহাদ” এর সভাপতি। তিনি প্রতিষ্ঠা করেছেন আধুনিক ও প্রাচীন জ্ঞান-বিজ্ঞানের প্রখ্যাত বিদ্যাপিঠ মিনহাজুল কুরআন। ইউনিভার্সিটি লাহাের।
আরবি ও ইংরেজী ভাষায় এ পর্যন্ত তিন'শর ওপরে ওর রচিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রন্থ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে । বিচিত্র বিষয়ে রচিত তার আটশতাধিক গ্রন্থের পাণ্ডুলিপি প্রকাশের পথে রয়েছে । মানবকল্যানের কারণে তার বুদ্ধিবৃত্তিক, চিন্তানৈতিক ও সামাজিক খেদমতকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিমে আমরা তার কিছু নমুনা পেশ করছি ।গবেষণা, রচনা এবং মানবকল্যাণের লক্ষ্যে আত্যন্তিক প্রচেষ্টার জন্য দ্বিতীয় মিলিনিয়ামের শেষ প্রাঙ্কে: পৃথিবীর পাঁচশত প্রভাবশালী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।‘আমেরিকান বাগ্রাফিকেল ইনিস্টিটিউট (ABI)-এর পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সমাজের অসাধারণ সেবার স্বীকৃতিস্বরূপ International Whos who of Contemporary Achievement ‘সমকালীন আন্তর্জাতিক ব্যক্তিত্ব পুরস্কার'-এর পঞ্চম এডিশনে ড. মুহাম্মদ জাহের আল-কাদেরীর পর একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়।“আমেরিকান বায়ুগ্রফিবেল ইনিস্টিটিউট (ABI)-এর পক্ষ থেকে পৃথিবীর সবচে বড় বেসরকারি শিক্ষাপ্রকল্প বাস্তবায়ন, দুইশ গ্রন্থের লেখক হওয়া, পাঁচ হাজারের অধিক বিষয়ের ওপর বিশ্বের বিভিন্ন স্থানে ও সংগঠনে বক্তৃতা উপস্থাপন করা , মিনহাজুল কুরআন আন্দোলন এর প্রতিষ্ঠাতা এবং “দি মিনহাজ ইউনিভার্সিটির চ্যান্সেলর হওয়ার সুবাদে The International Cultural Diploma of Honour আন্তর্জাতিক সাংস্কৃতিক। ডিপ্লোমা অব অনার্স, উপাধিতে ভূষিত করা হয়েছে। ইংল্যান্ডের ইন্টারনেশনাল বায়ুশ্রোফিক্যাল সেন্টার অব কেম্ব্রিজ- (JBC) এর পক্ষ থেকে শিক্ষা ও সমাজের ক্ষেত্রে বিশ্বব্যাপী কৃতিত্বের স্বাক্ষর স্থাপনের সুবাদে তাকে The International Man of the Year 1998-99 ১৯৯৮-৯১ সালের আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিংশ শতাব্দিতে জ্ঞানের ক্ষেত্রে অসাধাণ সেবা করার জন্য তাকে Leading Intellectual of the World বিশ্বের মহান বুদ্ধিজীবি বক্তি- এর উপাধি প্রদান করা হয়েছে। ও শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে তার অদ্বিতীয় খেদমতের জন্য International Who is Who -পক্ষ থেকে Individual Achievement Award অন্য ব্যক্তি পুরস্কার প্রদান করা হয়েছে। ৭. নজীরবিহীন গবেষণার কারণে (ABI) এর পক্ষ থেকে Key of Success সফলতার চাবিকাঠির সম্মানে ভূষিত করা হয়েছে। ৮, বিংশ শতাব্দির International Who is Who এর পক্ষ থেকে Certificate of Recognition “বােগ্যতার স্বীকৃতি সনদ প্রদান করা হয়েছে।
সন্দেহাতীতভাবে শাইখুল ইসলাম ও মুহমদ ছহেরজাল-কালের একজন ব্যক্তি মাত্র নন; বরং তিনি মুসলিম উম্মার জন্য একটি নতুন যুগের প্রতিষ্ঠা এবং উজ্জ্বল ভবিষ্যতের যােগ প্রতিনিধি।
সন্জরী পাবলিকেশন্তু
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ