কাজী নজরুল ইসলাম
কুহেলিকা PDF Download কাজী নজরুল ইসলাম
বইয়ের নামঃ কুহেলিকা বই
লেখকঃ কাজী নজরুল ইসলাম
বইয়ের পৃষ্ঠাঃ ৯১
বইয়ের সাইজঃ ২.৭২ এমবি
কুহেলিকা কাজী নজরুল ইসলাম এর একটি বিখ্যাত উপন্যাস। এটি মূলত একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটিতে তৎকালীন স্বদেশী আন্দোলন কে দেখানো হয়েছে এবং সেই সময়কার সামাজিক-রাজনৈতিক চিত্র প্রকাশ পেয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র হলো জাহাঙ্গীর একজন মুসলিম বিপ্লবী নেতা।
জাহাঙ্গীর ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ চরিত্র হলো তরুণ কবি হারুন যে প্রথম তার কবিতায় বলে যে নারী কুহেলিকা। যখন সবাই একসাথে আড্ডা দেয় তখন অনেকেই নারী সম্পর্কে অনেক মন্তব্য করে। আশরাফ নতুন বিয়ে করেছে সে বলে যে নারী অহমিকা। আবার বলে যে নারী “নায়িকা”।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ