গুল বাগিচা - Kazi Nazrul Islam pdf download



বইয়ের নামঃ গুল- বাগিচা বই
লেখকঃ কাজী নজরুল ইসলাম
বইয়ের পৃষ্ঠাঃ ৫৮
বইয়ের সাইজঃ ১ এমবি

দুই চারিটি ছাড়া ‘গুলবাগিচা’র সমস্ত গানগুলি ‘স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানী রেকর্ড করিয়াছেন। তাঁহাদের এই অনুগ্রহের জন্য আমি অশেষ ঋণে ঋণী। | ‘গুলবাগিচায় ইংরী, গজল, দাদরা, চৈতী, কাজরী, স্বদেশী, কীর্তন, ভাটিয়ালি, ইসলামী ধর্ম-সঙ্গীত প্রভৃতি বিভিন্ন ঢং-এর গান দেওয়া হইল। আমার সৌভাগ্যবশত ইহার প্রায় সমস্ত গানগুলিই ইতিমধ্যে লােকপ্রিয় হইয়া উঠিয়াছে।

সুর শিল্পী শ্রীমান জ্ঞান দত্ত ও শ্রীকামাখ্যা বন্দ্যোপাধ্যায় আমার এই গানগুলি আর্টিস্টদের শিখাইবার সময় যথেষ্ট যত্ন ও পরিশ্রম স্বীকার করিয়াছেন। ইহারা আমার অনুজপ্রতিম, আশীর্বাদ করি, ইহাদের সঙ্গীত-সাধনা সফল হউক।

‘গ্রেট ইস্টার্ণ লাইব্রেরির কর্তৃপক্ষকে ইহার বহির্সৌষ্ঠবের জন্য আমার অন্তরের ধন্যবাদ জ্ঞাপন করিতেছি কবি শ্রীমান খান মােহাম্মদ মঈনুদ্দীন গুলবাগিচা’র প্রফ ও অন্যান্য ত্রুটি-বিচ্যুতি দেখিয়া দিয়াছেন। তাঁহাকে ধন্যবাদ দিব না, তিনি আমার পরম স্নেহভাজন। আমার অন্যান্য গানের বই-এর মত ‘গুল-বাগিচা ও সমাদর লাভ করিবে—আশা করি।

ডাউনলোড করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ