আমার মৃত্যুর জন্য রাষ্ট্র দায়ী pdf download



মধ্য সিটের নিচে আটকে আছে কনের আংটি। আংটির বাক্সটি তুলে নেয় মোরশেদ মিয়া। কিছুটা রক্তের দাগ পড়েছে সাদা ক্রিস্টালের ওপর। ভেতরটা দুমড়ে যাওয়ার মতো দৃশ্য, তারা কেউ নেই, রয়ে গেলো একটি ছোট্ট আংটি। এ রয়ে যাওয়ার আর কোনো দায় থাকলো না। এ রয়ে যাওয়ার আর কোনো শুরু নেই।

বইঃ আমার মৃত্যুর জন্য রাষ্ট্র দায়ী
লেখকঃ কয়লা সানজু

বইটি পাওয়া যাচ্ছে কিংবদন্তী পাবলিকেশন অথবা বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), পাঠক সমাবেশ, রকমারি ডট কম সহ সকল অনলাইন বুকশপ এবং লাইব্রেরীতে।

pdf link বইটির pdf প্রকাশ হলে আপডেট করা হবে । ইনশাআল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ