গীতি শতদল - Kazi Nazrul Islam



বইয়ের নামঃ গীতি-শতদল
লেখকঃ কাজী নজরুল ইসলাম
বইয়ের পৃষ্ঠাঃ ৬৩
বইয়ের সাইজঃ ১ এমবি


‘গীতি-শতদলের সমস্ত গানগুলিই ‘গ্রামােফোন’ ও ‘স্বদেশী মেগাফোন কোম্পানির রেকর্ডে রেখাবদ্ধ হইয়া গিয়াছে। আমার বহু গীতশিল্পী বন্ধুর কল্যাণে ‘রেডিও’ প্রভৃতিতে গীত হওয়ায় এই গানগুলি ইতিমধ্যেই জনপ্রিয় হইয়া উঠিয়াছে। এই অবসরে তাঁহাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি।।

ডি, এম, লাইব্রেরির স্বত্বাধিকারী আমার অগ্রজপ্রতিম বন্ধু শ্রীগােপালদাস মজুমদার ‘গীতি শতদলে’র বহিসৌষ্ঠবের জন্য অশেষ আয়াস স্বীকার করিয়াছেন। ইনি আমার আত্মীয়াধিক, কাজেই ইহার ঋণ স্বীকার করিব না।

আমার বুলবুল' প্রভৃতি গানের বই-এর মতাে গীতি-শতদল’-ও স্নেহ আকর্ষণে সমর্থ হইলে নিজেকে ধন্য মনে করিব। বিনয়াবনত নজরুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ