Bangla Book
নাফিউল খালায়েক আমলিয়াতে কোরআন pdf download
ভূমিকা
শন্তির ধর্ম ইসলাম, যুগে যুগে মানুষের মনে যে প্রেরণার জোয়ার প্রবাহিত করিয়াছে, তার ফলেই আজকের এই মাটির পৃথিবী সভ্যতার উচ্চ শিখরের পানে দ্রুত ধাবিত হইতেছে। এই কথা কে অস্বীকার করিতে পারিবে যে, মুসলমাগণ স্পেনে জ্ঞানের যে দীপ্ত মশাল প্রিজ্জলিত করিয়াছিল, তাহারই অনির্বাণ শিক্ষার লক্ষ্যে পাশ্চাত্য আজ বৈজ্ঞানিক অগ্রগতির চরম পর্যায়ে উপনীত। উক্ত মশালই হইতেছে মহাগ্রন্থ আল্লাহর কোরআন, মুসলমানের মাথার তাজ, দুনিয়া ও আখেরাতের সম্বল। এই মহাগ্রন্থকে সম্যক বুঝিবার, জানিবার ত্যগিত
যদিও প্রায় প্রতিটি মােমেন মুসলমান অনুভব করিয়া থাকেন, কিন্তু সেই অমূল্যরত্ন আরবী, ফারসী, উরদু ইত্যাদি ভাষায় লিপিবদ্ধ থাকার জন্য বাংলা ভাষা ভাষীদের উহা জানার সুযােগ আর ঘটে না। এই জন্যই মুসলিম সমাজের এত অধঃপতন। এই উদ্দেশ্যে যদিও কোরআন শরীফের অনুবাদ ২/১ থানা বাহির হইয়াছে, কিন্তু তাহা সংখ্যার দিক দিয়া খুবই কম। তাই
সমাজের উক্ত অভাব দূরীকরণার্থে বিখ্যাত মাওলানা মরহুম রফিউদ্দিন দেহলবী ছাহেব, মােয়াদ্দেদে মিল্লাত হাকীমুল উম্মত, কুতুবে দাওরান হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী ছাহেব কত নূরুল কুলুব, কোরআন শরীফ ও উর্দু ও আমলে কোরআন ও হজরত মাওলানা রুহুল আমীন ছাহেবের তাবিজাত, অজিফা ভাণ্ডার উর্দু নাফিউল থালায়েক, পবিত্র |হাদীস শরীফ ও অন্যান্য মূল্যবান গ্রন্থরাজি হইতে পরীক্ষিত আমলিয়াত সংগ্রহ করিয়া বাংলা। নাফিউল খালায়েক বা আমলিয়াতে কোরান, কেতাবখানা লিপিবদ্ধ করা হইয়াছে। ইহাতে আরবি আয়াতের বাংলা উচ্চারণ দেওয়া হইয়াছে। কিন্তু পাঠকগণ বাংলা উচ্চারণের উপর পূর্ণ নির্ভর করিবেন না। কারণ, আরবি শব্দের সঠিক উচ্চারণ করা বাংলায় সম্ভব নয়। এই অমূল্য মহাগ্রন্থে এতসব প্রয়ােজনীয় বিষয় সন্নিবেশিত হইয়াছে যে, আখেরাতের মুক্তিকামীমাত্রই ইহাকে পরশমণিতুল্য মনে করিবেন। শুধু তাই নয় ইহাতে সন্নিবিষ্ট অর্থসহ মহাবিজ্ঞানময় কোরআনের সুললিত আয়াতসমূহ পাঠে তাহার গভীর তাৎপর্য উপলব্ধি রিয়া পাষাণ প্রাণও গলিয়া যাইবে এবং ধর্মের পথে, সত্যের পথে অগ্রসর হওয়ার প্রবল। তাগিদ অনুভব করিবে। আরও যে কোনও প্রকারের বিপদ আসুক না কেন, অসীম শক্তি সম্পন্ন উক্ত আয়াতসমূহ বা আরও যে সমস্ত প্রত্যক্ষ ফলপ্রদ তাবিজ অত্র কেতাবে দেওয়া হইয়াছে, তাহাদের কল্যাণে অচিরেই সেই সব মুছিবত দূর হইয়া যাইবে। ধর্মপ্রাণ মুসলিম ভাই বােনদের জন্য অজিফা পাঠ করার সুবিধার্থে মূল আরবির বাংলা
কারণ, অনুবাদ, শানে নজুল ও ফজিলতসহ পাঞ্জ সুরা, দরূদ শরীফের ফজিলত, 'সমিল্লাহর ফজিলত, বার চান্দের ফজিলত, পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত, নফল
মাজের ফজিলত, আমপারার পূর্ণ বঙ্গানুবাদ, আল্লাহর নামের মাহাত্ম্য, কোরআনের পিয়া, তাবিজাত দোয়ায়ে গঞ্জল আরশ, হেজলুল বাহার ইত্যাদি রহিয়াছে। ইহা ছাড়া বহুবিধ বিষয় এই কিতাবে দেওয়া হইয়াছে এবং তাবিজাত লিখিবার ও আমল করিবার
পদ্ধতিসমূহ ২৩৪ পৃষ্ঠায় দেওয়া হইয়াছে। এই কিতাৰে এজাজত, নেক নিয়ত এল। সৎপথ প্রদর্শনের জন্য শর্ষিণার হজরত পীর ছাহেব কেবলা, জৌনপুরের আলা পীর ছাহেব কেবল। দোয়া ও এজাজত পত্র দান করিয়াছেন।
দীন ও দুনিয়ার পরম কল্যাণের গ্রন্থ প্রণয়নে বরিশাল জিলা স্কুলের মৌলভী মােসলেহউদ্দিন, সাহ, সাহিত্যিক জনাব গাজী গিয়াসউদ্দিন ও অন্যান্য সাহিত্যিকগণ এবং বহু ওলামায়ে কেরামগণ উদারভাবে আমাকে সাহায্য করিয়াছেন, তজ্জন্য আমি তাহাদের নিকট কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রহিলাম। | আশাকরি, ধর্মপ্রাণ মুসলিম ভাই বােনদের ঘরে ঘরে এই কেতাবখানা সমাদৃত হইবে এ মহাবিজ্ঞানময় কোরআনের অমূল্য মনি মানিকের কণামাত্র লাভ করিয়াও যদি তাহারা সত্য । সরল পথ দেখিতে পান, তাহা হইলে কেতাবখানা বাহির করার জন্য যে কঠোর পরিশ্রম ও কর। অর্থ ব্যয় হইয়াছে, তাহা সার্থক হইবে।
পরিশেষে আরজ এই যে, মুদ্রণ প্রদানের দরুণ যদি এই কিতাবে কোন ভুল ভ্রান্তি বাজি হয় তাহা হইলে সদাশয় পাঠক পাঠিকাগণ অনুগ্রহপূর্বক জানাইলে সাদরে গ্রহণ করা হইবে। ইনশা আল্লাহ তাহা পরবর্তী সংস্করণে সংশােধন করিব।
বইয়ের নামঃ নাফিউল খালায়েক আমলিয়াতে কোরআন
বইয়ের পৃষ্টাঃ
বইয়ের সাইজঃ ১৬ এমবি
বইটি ভালো লাগলে এই পোস্ট টি বন্ধুদের কাছে সেয়ার করে দিবেন ।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ