গল্প হতে রবের পথে - হিজাযী সিস্টার্স কাফেলার পিডিএফ বই | golpo hote rober pothe pdf book download

 

❀ ||রিভিউ || ❀
সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের। তাঁর প্রশংসিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বর্ষিত হোক রহমত ও শান্তি ধারা। আর আমি আমার অন্তরের এবং কর্ম রাশির অনিষ্ট থেকে আল্লাহ তায়ালার কাছে পানাহ চাচ্ছি।
যে দিন দেখেছিলাম মাকতাবাতুল হিজায প্রকাশনীর হিজাযী সিস্টার্স কাফেলার "গল্প হতে রবের পথে" বইটি যখন বের হয়েছে সেইদিন থেকেই বইটি পড়ার জন্য অধীর আগ্রহ নিয়ে ছিলাম। অবশেষে আল্লাহর অশেষ রহমতে "গল্প হতে রবের পথে" বইটা পড়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ।
∎পাঠপ্রতিক্রিয়াঃ—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
যখন থেকে আমি বই পড়া শুরু করি তখন আমি ইসলামী বই দিয়েই বই পড়া শুরু করি গল্প, উপন্যাসের বই আমি কখনই পড়িনি এসব মিথ্যা বানোয়াট বইগুলোর প্রতি যে আমার কখনই আগ্রহ ছিলো না তার জন্য আমি মহান রবের কাছে শুকরিয়া জানাই। তেমনি করে হিজাযী সিস্টার্স কাফেলার এক দল বোন 'গল্প হতে রবের পথে বইটি গল্প আকারে রবের কাছে যাওয়ার মেসেজ আমাদেরকে দিয়েছেন। এই বইতে প্রতিটি গল্পেই রয়েছে আমাদের জন্য কিছু না কিছু শিক্ষা। এমন অনেক গল্প আছে যেগুলো পড়ে আমার চোখের কোণে জল এসে জমা হয়েছে।
∎কেন পড়বেন—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বর্তমান ফেতনার এই সময়ে যখন সাধারণত আমরা পথ হারিয়ে দিশেহারা বোধ করছি, বিনোদনের নামে অসুস্থ অশ্লীল সংস্কৃতির মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখছি, যখন একের পর এক শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে চারদিক থেকে মাকড়সার জালের মতো ঘিরে ফেলতে চাইছে; ঠিক তখনই পথভোলা মানুষদের গল্পের ছলে সুপথ দেখনোর চেষ্টা করেছেএ এক দল সিস্টার্স তারা আরো চেষ্টা করেছেন হারামের বেড়াজাল থেকে হালালের পথে আসার তরিকা বাতলে দেওয়ার। কেননা সাধারণ মানুষের মন যতটা গল্প প্রিয়, ঠিক ততটাই ভারী ভারী কিতাব অপ্রিয়। হয়তো এটাও শয়তানের প্ররোচনা।
∎ভালোলাগাঃ—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বর্তমান সাহিত্যের বাজার একশ্রেণির নামধারী বুদ্ধিজীবী ও বাম সাহিত্যিকদের অসত্য, মিথ্যা,বানোয়াট ও অশ্লীল গল্পকাহিনীতে ভরপুর। আর এসব গল্প কাহিনী পাঠ করে যুবক যুবতীরা ক্রমশ পথভ্রষ্টতার দিকে এগিয়ে যাচ্ছে; ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এই নাজুক পরিস্থিতিতে 'হিজাযী সিস্টার্স কাফেলা'-এর উদ্যোগে 'গল্প হতে রবের পথে ' বইটি আত্মপ্রকাশ গোটা জাতির জন্য সুখকর ও কল্যানকর। আমি মনে করি- লেখিকাদের দরদমাখা বর্ণনা ও ইখলাসপূর্ণ উপস্থাপনা সবার বিবেক নাড়া দেবে, হৃদয়-গহীনে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। ফলে তারা গল্পের ছলে রবের সন্ধান পাবে ইনশাআল্লাহ।
∎মন্তব্যঃ—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
মাকতাবাতুল হিজায প্রকাশনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এমন একটি মূল্যবান বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। হে আমার রব! লেখক, প্রকাশনীও বইটির সাথে জড়িত সকলের পরিশ্রমকে ইসলামের জন্য কবুল করে নিন। আমীন।
বইঃ গল্প হতে রবের পথে।
লেখিকাবৃন্দঃহিজাযী সিস্টার্স কাফেলার
প্রকাশনীঃ মাকতাবাতুল হিজায
পৃষ্ঠাঃ২২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ